খালেদার আদালতের স্থান পরিবর্তন সংবিধান বিরোধী: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নেতারা, ছবি: বার্তা

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নেতারা, ছবি: বার্তা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার সম্পন্ন করতে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। আদালতের স্থান পরিবর্তন করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে খালেদা জিয়ার বিচারাধীন মামলার স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম বকশিবাজার আলিয়া মাদরাসার পরিবর্তে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে পরিচালিত হবে জানিয়ে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।

আইন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন জারি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অবিলম্বে সরকারকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান।

বিএনপি এই বিষয়টিকে রাজনৈতিকভাবে নিয়ে রাজপথে কর্মসূচির কথা ভাবছে বলেও জানান মির্জা ফখরুল।

এর আগে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা।