মঙ্গলবার থেকে পাবনা-৪ আসনের মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ২৯ আগষ্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম জাতীয় পার্টি চেয়ারম্যান-এর কার্যালয়ে গ্রহণ করা হবে। ৩১ আগষ্ট বেলা ১১টায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণের ঝুঁকি রোধে দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝেও ২৫ আগষ্ট থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হবে। আসন দুটির তফসিল ঘোষণা হলেই এই ভোটযুদ্ধে আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের তারিখ জানিয়ে দেয়া হবে।