'প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি '

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল উপ-নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করতে কাজ করছি আমরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষ রোপণ করে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিটি আসনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও ঘোষণা দেন জিএম কাদের।

তিনি বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি নিঃসন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়তে বৃক্ষ রোপণের উপর গুরুত্ব দিতে হবে।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, তালুকদার নুরুল ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সম্পাদক মন্ডলীর সদস্য ইসহাক ভূইয়া, এডভোকেট আবু তৈয়ব, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আল মামুন উপস্থিত ছিলেন।