সংসদ ভবনে মুজিববর্ষের আলোকসজ্জার উদ্বোধন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ ভবনে মুজিববর্ষের আলোকসজ্জার উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

সংসদ ভবনে মুজিববর্ষের আলোকসজ্জার উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আলোকসজ্জার উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ আলোকসজ্জা থাকবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। আলোকসজ্জার উদ্বোধন শেষে স্পিকার বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। তাই উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু বাঙালি জাতির আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছিলেন। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশনসহ বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ একটি ঐতিহ্যবাহী ভবন। মুজিববর্ষ উপলক্ষে ২৬ মার্চ পর্যন্ত সংসদ ভবন আলোয় আলোকিত থাকবে এবং উদ্ভাসিত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম।

এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, বিশিষ্ট ফার্মাসিস্ট স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।