সংসদের বিশেষ অধিবেশন বসছে ২২ মার্চ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে আগামী ২২ মার্চ।

মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ সংসদের ৭ম এই অধিবেশন আহ্বান করেন।

বিজ্ঞাপন

আগামী ২২ মার্চ (রোববার) সকাল ১১টায় অধিবেশন শুরু হবে।

রেওয়াজ অনুযায়ী অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় সীমা নির্ধারিত হবে।

তবে এবারের অধিবেশন দুই দিনব্যাপী হবে এটি গত ৬ষ্ঠ অধিবেশনের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়। সেই হিসেবে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হচ্ছে।

বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা হবে। সেই আলোচনায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীসহ বিশ্ববরেণ্য ব্যক্তি বক্তব্য রাখবেন। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে যারা বঙ্গবন্ধু সম্পর্কে ভালো বলতে পারবেন তারাও আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ৬ষ্ঠ অধিবেশন শেষ হয়।