চলতি বছর থেকেই সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর দাবি

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ সদস্য হারুনুর রশীদ

সংসদ সদস্য হারুনুর রশীদ

জাতীয় সংসদ ভবন থেকে: শিক্ষার্থীদের সুবিধার্থে চলতি বছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ যুগোপযোগী করা দরকার।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ কথা বলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একটা সভা করেছেন। সেখানে তারা অধ্যাদেশ সংশোধনীর কথা বলেছেন। একইসঙ্গে একাডেমিক কাউন্সিলে সংশোধন করার কথা বলেছেন। ওই সভায় ঢাবি, বুয়েটসহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো অনাগ্রহ প্রকাশ করেছে।

এজন্য উদ্বেগ প্রকাশ করে হারুনুর রশীদ বলেন, ‘উচ্চ শিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী ও তাদের অভিভাবক সবাই চাইছেন সমন্তি ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ। তাই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ যুগোপযোগী করা দরকার। এই বর্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা যেন সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ভর্তির সুযোগ পায় সরকার সেই বিষয়টি দেখবেন।’

এজন্য তিনি স্পিকারের রুলিং দাবিও করেন।