নিয়োগ-পদোন্নতিতে স্বচ্ছতা পুলিশে আস্থা ফেরাবে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ অধিবেশন এবং নূর মোহাম্মদ/ ছবি: সংগৃৃহীত

সংসদ অধিবেশন এবং নূর মোহাম্মদ/ ছবি: সংগৃৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে: পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফেরাতে নিয়োগ পদোন্নতিতে স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন সাবেক আইজিপি ও সংসদ সদস্য নূর মোহাম্মদ।

তিনি বলেন, দেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত প্রতিষ্ঠানগুলোর একটি পুলিশ বাহিনী। নিয়োগ-পদোন্নতি, পদায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে হবে। তাহলেই আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারে জনগণের পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নূর মোহাম্মদ বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। নিয়োগ পদোন্নতি পদায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে হবে। তাহলেই আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারে জনগণের পুলিশ।

তিনি বলেন, মুজিববর্ষে আমাদের সকলের অঙ্গীকার হোক নিরাপদ-জ্ঞান ভিত্তিক মানবিক বাংলাদেশ।