শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল পাস

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন থেকে: কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিল্পখাতে দক্ষ জনবল তৈরি এবং গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনে শিল্প উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল, ২০১৯ সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের পঞ্চম অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বিলটি পাসের প্রস্তাব করেন। এর আগে, বিলের ওপর আনীত জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিলে আইনের উদ্দেশ্য পূরণে ইতোপূর্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রটি এ বিলের বিধানের অধীনেই প্রতিষ্ঠিত বলে গণ্য হবে। এটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। এ কেন্দ্রের প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। কেন্দ্রটি পরিচালনায় শিল্পমন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে ১১ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিধান রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কারিগরি সহযোগিতার আওতায় উদ্যোক্তা তৈরি এবং দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের ইনকিউবেশন সেন্টার স্থাপন করতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, কারিগরি প্রশিক্ষণের সাহায্যে দক্ষ জনবল তৈরি, গবেষণার দ্বারা শিল্প ক্ষেত্রে উদ্ভাবন, যন্ত্রাংশ তৈরি ও মেরামতপূর্বক শিল্প উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র স্থাপনের নিমিত্তে বিধান প্রণয়ন প্রয়োজন। বাই-লজ দ্বারা পরিচালিত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) পরিচালনার জন্য উক্ত আইন রহিতক্রমে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন, ২০১৯ শীর্ষক বিলটি সংসদে উপস্থাপিত হলো।