সংসদ ভবনে সাবেক মহিলা এমপি'র জানাজা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করছেন ডেপুটি স্পিকার,  ছবি: সংগৃহীত

মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করছেন ডেপুটি স্পিকার, ছবি: সংগৃহীত

সাবেক মহিলা সংসদ সদস্য রহিমা আক্তারের নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে জানাজা শেষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রহিমা আক্তার ১৯৪৩ সালের ১৬ মার্চ নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন এবং ২৫ মার্চ, মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ জানাজায় শরিক হন।

পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ায় সংসদ সদস্য সাহারা খাতুন, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পিসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।