গোপালগঞ্জে শিশুসহ নতুন আক্রান্ত ৬

  করোনা ভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যাপ

ম্যাপ

গোপালগঞ্জে এক শিশুসহ নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

আক্রান্তদের মধ্যে ৪১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৭ জন বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

বিজ্ঞাপন

নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় একজন, কাশিয়ানী উপজেলায় শিশুসহ তিনজন ও টুঙ্গিপাড়া উপজেলায় দুই জন।

সোমবার সন্ধ্যায় (১১ মে) গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আক্রান্তদের গোপালগঞ্জ সদর হাসপাতাল, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে আইসোলেশনে নেয়া হয়েছে।

এছাড়া আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার পাশাপশি আক্রান্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হবে।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২০ জন, কাশিয়ানি উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ ২ জন রয়েছেন।