আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল (৩৮) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লস্করদী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহম্পতিবার (২৩ এপ্রিল) সকালে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ মহদেহ উদ্ধার করে।
নিহত ডাকাত জুয়েল স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশাদুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে লস্করদী গ্রামের কাদির নামে এক ব্যক্তির বাড়িতে ১২/১৩ জনের ডাকাত দল হানা দেয়।
এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ধাওয়া করেন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে যান জুয়েল। পরে গ্রামবাসী জুয়েলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নিহত জুয়েলের বিরুদ্ধে থানায় ধর্ষণ, হত্যাচেষ্টাসহ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।