নোয়াখালীতে প্রাইম হসপিটালের লকডাউন বাতিল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণার ৭ দিন পর লকডাউন বাতিল করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লকডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান বলেন, লকডাউন ঘোষণার ৭দিন পর পরিচালক আইইডিসিআর’র পরামর্শ অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে শুধু ৫০৪ নম্বর কক্ষসহ হসপিটালটির ৫ম তলা লকডাউন রেখে অবশিষ্ট কক্ষগুলোর লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত (১৩ এপ্রিল) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পূর্বে প্রাইম হসপিটালে চিকিৎসা নেওয়ার তথ্য গোপন করার অভিযোগে প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণা করা হয়।

জানা যায়, ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালের ৫০৪ নং কক্ষে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে ওই প্রবাসীর মৃত্যু হয়। মৃতের শরীরের নমুনা সংগ্রহ করার পরে করোনা পজেটিভ আসে। কর্তৃপক্ষ রোগীর নমুনা সংগ্রহ করার জন্য সিভিল সার্জন অফিসে না জানিয়ে তথ্য গোপন করায় গত ১৩ এপ্রিল রাত থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল হসপিটালটি।