গোবিন্দগঞ্জে ১৮ বস্তা চাল উদ্ধার, ডিলারসহ আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার করা চাল

উদ্ধার করা চাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দশ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ডিলারসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কোগাড়িয়া এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন— উপজেলার সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে এবং চালের ডিলার জাহিদুল ইসলাম (৪২) ও কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ পলুপাড়া গ্রামের সাইদার শেখের ছেলে আভ্যান চালক জাহিদুল মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলার জাহিদুল ইসলাম ভ্যানে করে চালগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় পুলিশকে দেখে ভ্যানচালক জাহিদুল মিয়া দৌড়ে পালিয়ে যান।

এ সময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে ১৮ বস্তা চালসহ তাকে আটক করা হয়। এরপর চালের ডিলার জাহিদুল ইসলামকে ডেকে নিয়ে তাকেও আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বার্তা২৪.কমকে বলেন, ১০ টাকা কেজির ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।