কাপাসিয়ায় শীতলক্ষ্যায় ডুবে যুবকের মৃত্যু
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মো. রুবেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সোয়া ১০টার দিকে উপজেলার টোকের টোক নগর গ্রামের আই মুন্সির বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঝালমুড়ি বিক্রিতা মো. রুবেল (৩২) টোকের শহরতোপ এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
টোকের নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বার্তা২৪.কমকে বলেন, গত ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে নদী পার হয়ে জুয়া খেলতে বাড়িহাটি ঘাটে যান রুবেল। ঘাটের বাঁধা একটি নৌকায় বসে রুবেলসহ সাত-আটজন জুয়া খেলছিলেন। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে সবাই নদীতে ঝাঁপ দেন। সাঁতরে অন্যরা তীরে উঠতে পারলেও তলিয়ে যান রুবেল। বৃহস্পতিবার সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।