বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ঠাকুরগাঁও জেলার মানচিত্র

ঠাকুরগাঁও জেলার মানচিত্র

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও সদস্য সচিব সুচরিতা দেব এ দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে নির্মমভাবে হত্যাকাণ্ডে অংশ নেয় ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদসহ স্বাধীনতা বিরোধী চক্র। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জন আসামির মধ্যে ৫ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পর আব্দুল মাজেদ গ্রেপ্তার হওয়ায় মুজিব জন্মশতবর্ষের সেরা উপহার বলে মনে করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা।

খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পাশাপাশি পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও সদস্য সচিব সুচরিতা দেব যৌথ বিবৃতিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ঘাতক আব্দুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

আরও পড়ুন: মাজেদের মৃত্যুদণ্ড পরোয়ানা জারি

বিজ্ঞাপন