ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জনের নমুনায় করোনাভাইরাস নেই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলা থেকে করোনাভাইরাসের উপসর্গ আছে এমন ১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষা করে তাদের সকলের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার কয়েকটি উপজেলা থেকে করোনার উপসর্গ আছে এমন ১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে কসবায় ৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সদরে ২ জন, আশুগঞ্জে ২ জন, নাসিরনগরে ২ জন, বাঞ্ছারামপুরে ২ জন ও আখাউড়ার ২ জন রয়েছেন। তাদের সকলের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আরও ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা ঢাকায় পাঠানো হবে।

সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ঢাকায় পাঠানো ১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আমরা পেয়েছি। তাদের সকলেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আরও ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকায় পাঠানো হলে দুইদিন পর এর ফলাফল জানা যাবে বলেও জানান তিনি।