করোনার সুযোগে ফেনসিডিল বিক্রি, আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারে মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারে মাদক ব্যবসায়ী আটক

করোনার সংক্রমণ ঠেকাতে যখন হিমশিম খাচ্ছে প্রশাসন। ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে কক্সবাজারের মাদক ব্যবসায়ীরা।

নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শহরের নুনিয়াছড়া এলাকা থেকে ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ভারত থেকে আমদানিকৃত ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বুুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বার্তা২৪.কম-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, শহরের উত্তর নুনিয়াছড়া শিল্প এলাকার আব্দুর রহিমের ছেলে মো. ইসমাঈল (২৪), কলাতলী আদর্শগ্রামের মোহাম্মদ কালুর ছেলে মো. ডরদুয়ান ওরফে পুতু (২৬) ও শহরের মহাজের পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে মো. মনছুর (৪২)।

পরিদর্শক মানস বড়ুয়া জানান, তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উত্তর নুনিয়াছড়া এলাকায় অভিযানে যায় ডিবির একটি দল। অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এঘটনায় ওই তিনজনসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।