প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপায়ণ গ্রুপ দিল ২ কোটি টাকা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপায়ণ গ্রুপ দিল ২ কোটি টাকা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপায়ণ গ্রুপ দিল ২ কোটি টাকা

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় রূপায়ণ গ্রুপের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার (৫ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক এবং এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল অনুদানের এই চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে কথা বলেন মাহির আলী খাঁন রাতুল।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল পূর্বেও দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেছেন। বর্তমানে এবং ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তার এমন বার্তা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন মাহির আলী খাঁন রাতুল।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।