অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই গ্রেফতার
করোনা সংক্রমণজনিত পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) । নগরীর সকল প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি পথচারীসহ সকলকে ঘরে থাকার পরামর্শ ও বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাচ্ছে পুলিশ।
এরপরও কেউ যদি অপ্রয়োজনে ঘর থেকে বাহির হয় এবং নির্দেশ অমান্য করে তাহলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবে বিএমপি পুলিশ ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বার্তা২৪.কম-কে জানান, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে শুরু থেকেই নগর পুলিশ কাজ করে যাচ্ছে।
নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে, প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো, পথচারীদের জনে জনে চেক ও ঘরে থাকার পরামর্শ এবং বিভিন্ন গণসচেতনতা মূলক প্রচার-প্রচারণা করছে পুলিশ ৷
এরপরও কেউ যদি অপ্রয়োজনে ঘরের বাইরে বের হয় এবং সরকারের নির্দেশ অমান্য করে তাহলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কমিশনার।