সিলেটে করোনা পরীক্ষা শুরু

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২ টায় হাসপাতালের অণুজীব বিজ্ঞান বিভাগে (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) স্থাপন করা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়।

বিজ্ঞাপন

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে ১১৬ জন ব্যক্তির নমুনা আমাদের কাছে এসেছে। আমরা প্রথমে একসঙ্গে ৯৪ জনের করোনা পরীক্ষা করবো। ফলাফল পাওয়া যাবে ৩/৪ ঘণ্টার মধ্যে।

সংশ্লিষ্টরা জানান, গত ৩০ মার্চ করোনাভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছে। সেদিনই তা মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি স্থাপন করা শুরু হয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) তা স্থাপন করা শেষ হয়। করোনা পরীক্ষার জন্য প্রায় ৫শ কিটও এসেছে হাসপাতালে। এছাড়া এরই মধ্যে নার্স, চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।