রামেক করোনা ল্যাবে নতুন ২২ নমুনা
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা শনাক্ত ল্যাবে শনিবার (৪ এপ্রিল) নতুন ২২ জনের নমুনা এসেছে। যার মধ্যে ১৯টি পাবনা এবং তিনটি রাজশাহীর।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ আমরা ২২টি নমুনা পেয়েছি, আরও পেতে পারি। তবে একদিনে আমরা সর্বোচ্চ ৮ জনের নমুনা নিয়ে কাজ করতে পারবো।
তিনি বলেন, আমরা এ পর্যন্ত ৭ জনের নমুনা পরীক্ষা করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তবে রাজশাহীতে এখনও করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি বলে জানান রামেক অধ্যক্ষ।
রামেক’র ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা-গুল-নাহার বলেন, তৃতীয় দিনে আমরা নমুনা পাইনি। কিন্তু আজ সকালে ২২টি নমুনা সংগ্রহ করেছি। সেগুলো নিয়ে কাজ শুরু করা হয়েছে। ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষা শেষে প্রতিবেদন তৈরি করে ঢাকায় পাঠানো হবে।
রাজশাহী মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, গত ১ এপ্রিল রামেকে স্থাপিত করোনা শনাক্ত ল্যাবে পাঁচজনের নমুনা নিয়ে কার্যক্রম শুরু করা হয়। দ্বিতীয় দিনে দু’টি নমুনা আসলেও তৃতীয় দিনে নমুনাশূন্য ছিল। এই ল্যাবে মূলত রাজশাহী বিভাগের আট জেলার রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।