রংপুরে কর্মহীন মানুষদের পাশে ছাত্রলীগ ও ছাত্রদল
করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে সঙ্গরোধে থাকা কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছে রংপুর জেলা ছাত্রলীগ ও ছাত্রদল। এসময় কর্মহীন এসব মানুষদের ঘরে থাকতে উদ্বুদ্ধ করেন তারা।
সোমবার (৩০ মার্চ) বিকেলে রংপুর নগরীর মুলাটোল এলাকায় দুই শতাধিক অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।
এসময় রংপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌসি বেগম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিথুন চৌধুরী, ক্রীড়া সম্পাদক আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, পার্কের মোড় ও মাহিগঞ্জ এলাকাতে পাঁচ শতাধিক অসহায় রিকশা ও অটোবাইক চালকদের পাশাপাশি বিধবাদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে রংপুর মহানগর ছাত্রদল। বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এই কার্যক্রম শুরু করেন মহানগর ছাত্রদল সভাপতি নূর হাসান সুমন।
বিশ্বের উন্নত রাষ্ট্রে করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে কর্মহীন মানুষদের ঘরে থাকতে আহ্বান জানান ছাত্রদল নেতারা।
এসময় মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মুকুট, সহ সভাপতি গোলাম রাব্বি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরি, দফতর সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।