রংপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য বিতরণ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে রংপুরে ১০৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে নগরীর নূরপুর এলাকাতে হিজড়া সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আসিব আহসান।
ডিসি বলেন, করোনার সংক্রমণ রোধে আমাদেরকে সকলের মধ্যে সচেতনতা ও সতর্কতা বাড়াতে হবে। অহেতুক ঘরের বাহিরে বের হওয়া বন্ধ রাখতে হবে। বার বার হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার এবং পরিষ্কার থাকতে হবে। এসময় তিনি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত সকলকে ঘরে থাকার আহ্বান জানান।
অবহেলিত ১০৫ হিজড়া সদস্যের প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়৷
এর আগে নগরীর ভবানীপুর গুচ্ছগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল ৬৫ পরিবারকে চাল, ডাল, লবণ, চিনি, চিড়া, তেল ও নুডলস সম্বলিত শুকনো খাবারের ত্রাণ প্যাকেট বিতরণ করেন ডিসি আসিব আহসান।
করোনা পরিস্থিতি অসহায় দিনমজুর ও শ্রমিকদের মধ্যে বিতরণের জন্য রংপুর সিটি করপোরেশন এলাকাসহ জেলার আট উপজেলাতে ৩৪৮ মেট্রিক টন চাল এবং ৮ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে।