সিভিল সার্জনকে ফের পিপিই দিলেন মেয়র টিটু
করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংকটে আবারও পাশে দাঁড়ালেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
রোববার (২৯ মার্চ) বিকেলে মেয়রের দফতরকক্ষে সিভিল সার্জন ডাঃ এ বি এম মশিউল আলমের হাতে ৭০টি পুনর্ব্যবহারযোগ্য পিপিই প্রদান করেন মেয়র টিটু।
পরে সিভিল সার্জন ডাঃ এ বি এম মশিউল আলম বলেন, পরিষ্কারযোগ্য এ পিপিইগুলো দিয়ে অনেক রোগীর সেবা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ মার্চ) সিভিল সার্জনকে ৫০টি পিপিই ও ৩০০ হ্যান্ড স্যানিটাইজার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০ পিপিই ও ৫০০ হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।