রংপুরে ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা/ছবি: বার্তা২৪.কম

রংপুরে ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা/ছবি: বার্তা২৪.কম

রংপুরে আব্দুর রশিদ নামে এক ভুয়া চিকিৎসককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার সাইমোড় জসদা মার্কেটে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক দাবিকারী আব্দুর রশিদ ভুয়া প্রচারণা চালিয়ে লোকজনকে নানাভাবে প্রতারণা করে বিভিন্ন রোগের চিকিৎসা ও অপারেশন করে আসছিল। তার কোনো চিকিৎসক সনদ ও সেবাকেন্দ্রের লাইসেন্স ছিল না। এসব তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

ভুয়া চিকিৎসক আব্দুর রশিদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল্ল্যাহ আল মামুন এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাউনিয়াতে চেম্বার দিয়ে চিকিৎসা করে আসছিলেন।