নিম্ন আয়ের মানুষদের শুকনো খাবার দেবেন খোকন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

খাবার বিতরণ করছেন মেয়র খোকন, ছবি: সংগৃহীত

খাবার বিতরণ করছেন মেয়র খোকন, ছবি: সংগৃহীত

করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবেন শ্রমজীবী মানুষের হাতে।

শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএসসিসি সূত্র বলছে, রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগর ভবন থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন মেয়র।

এরপর ডিএসসিসি'র পক্ষ থেকে ছিন্নমূল অসহায় নিম্ন আয়ের মানুষের নিকট এই সামগ্রী দেওয়া হবে। সরেজমিনে ঘুরে ঘুরে এসব শুকনো খাবার যাবে দরিদ্র মানুষের ঘরে।

মেয়র ঘোষণা দেন, আমি মেয়র থাকি আর না থাকি মানুষের পাশে আছি। মানুষের জন্য কাজ করব। পাশাপাশি সকল বিত্তবানদের আহ্বান জানাবো মানুষের পাশে দাঁড়াতে। এখনো শহরে অনেক লোক আছে যারা কাজে যেতে পারছেন না। চরম মানবেতর জীবন যাপন করছেন। তাদের জন্য যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।