দক্ষিণ সিটি নয়, ৫৭ নম্বর ওয়ার্ডের হোটেল-রেস্তোরাঁ বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির কামরাঙ্গীরচর এলাকায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে।

শনিবার (২১ মার্চ) নিজ ক্ষমতাবলে এক গণবিজ্ঞপ্তি জারি করে এমন ঘোষণা জানান কাউন্সিলর হাজী মো. সাইদুল ইসলাম মাতবর।

বিজ্ঞাপন

এমন ঘোষণায় জনগন বিভ্রান্ত হয়েছিলো যে, ঢাকা দক্ষিণ সিটির সব হোটেল-রেস্টুরেন্ট ও রাস্তার পাশের সব ধরনের খাবারের দোকান বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বার্তা২৪.কম-কে জানান, সিটি করপোরেশন নয়, ঢাকা দক্ষিণ সিটির ৫৭ নাম্বার কামরাঙ্গীরচর এলাকার কাউন্সিলর হাজী মো. সাইদুল ইসলাম মাদবর নিজ উদ্যোগে তার নির্বাচিত ওয়ার্ডে হোটেল, রেস্তোরাঁসহ রাস্তার পাশের সব ধরনের খাবারের দোকান বন্ধ করার উদ্যোগ নিয়েছেন গতকাল।