বিবিরবাজার স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

বিবিরবাজার স্থলবন্দর/ছবি: বার্তা২৪.কম

বিবিরবাজার স্থলবন্দর/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের প্রভাবে এবার কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরে আমদানি-রফতানিও বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে ভারত সরকার বাংলাদেশের ভিসা বন্ধ করলে এই স্থলবন্দর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়।

রোববার (২২ মার্চ) এই স্থলবন্দরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জারি হয়।

বিজ্ঞাপন

এদিন দুপুরে বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের প্রকোপ যেন না বাড়ে, সেই লক্ষে ভারত সরকার আমদানি-রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার কারণে স্বভাবতই আমাদের বিবিরবাজার বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবেন তখনই বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।