করোনার কারণে এনআইডি সেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর

কভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব ধরনের সেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেক প্রবাসী ভোটার হওয়ার জন্য আসছেন। তারা যাতে করোনা ভাইরাস ছড়াতে না পারেন, সেজন্য প্রবাসীদের ভোটার করার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শুধু প্রবাসী নয়, দেশে অবস্থানরত নাগরিকদের জন্যও এ কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় এনআইডি সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, হারানো কার্ড উত্তোলন সংক্রান্ত সেবা বন্ধ থাকবে।

ভোটার তালিকার ভিত্তিতেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান, এসএম আসাদুজ্জামান, জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।