সোনা চোরাকারবারি চক্রের ১২ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃতদের কয়েকজন/ছবি: বার্তা২৪.কম

গ্রেফতারকৃতদের কয়েকজন/ছবি: বার্তা২৪.কম

রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে সোনা চোরাকারবারি চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতাররা হলেন আবু রাশেদ (৪০), মো.ওবায়দুল আকবর (৩৫), মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু (২৬), ইমরানুল হক মো. কপিল চৌধুরী (২৫), এমতিয়াজ হোসেন (৫৪), মোহাম্মদ আলী (৪০), ফরিদুল আলম (৪০), মোহাম্মদ এরশাদল আলম (৩৯), মো. হাসান (৪২), রুবেল চক্রবর্তী (৩২), সাগর মহাজন (২৮) ও টিটু ধর(৩৬)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুখ্যাত সোনা চোরাকারবারি আবু আহাম্মদ আবুসহ ২০ জন আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং অপরাধের অভিযোগে বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে সিআইডি।

এর সিআইডির কয়েকটি টিম ঢাকা ও চট্টগ্রামে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান ১২ সোনা চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।