এনু-রুপনের সিন্দুকে ছিল জালনোট!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাল টাকা ও ব্যাংকের প্রাপ্তিস্বীকার

জাল টাকা ও ব্যাংকের প্রাপ্তিস্বীকার

গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপনের বাসা থেকে যে ২৬ কোটি টাকাসহ স্বর্ণ ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এনু ও রুপনের বাসা থেকে জব্দকৃত টাকা আদালতের আদেশে বাজেয়াপ্ত হয়ে আজ বাংলাদেশ ব‍্যাংকে জমা হয়েছে।

২৬ কোটি টাকার মধ্যে ১৪টি ১০০০ টাকার জাল নোট ছিল। তাছাড়া ৯টি ১০০০ টাকার ও ১টি ৫০০ টাকার ছেঁড়া নোট পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা অভিযান চালিয়ে র‌্যাব ৩ এর সিও লে. কর্নেল রকিবুল হাসান জানান, দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব এনু-রুপনের বাসায় ফের অভিযান চালায়।

অভিযানে দুই ভাইয়ের বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা উদ্ধার করা হয়। এর বাইরে ১ কেজি সোনা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।

এছাড়াও ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিঙ্গিত, ১০৯৫ চাইনিজ রেনমিনবি, ৫৩৫০ ভারতীয় রূপি, ১৫৬০ থাই বাথ ও ১০০ দিরহাম আরব আমিরাতের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।