শতশিশুর কণ্ঠে বেজে উঠল ‘ধন্য মুজিব ধন্য’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিব বর্ষ উপলক্ষে মুক্তির মহানায়ক অনুষ্ঠান

মুজিব বর্ষ উপলক্ষে মুক্তির মহানায়ক অনুষ্ঠান

‘ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য; হাজার নেতার ভিড়ের মাঝে, কণ্ঠে তোমার বজ্র বাজে’ – বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান ‘মুক্তির মহানায়কে’ এই গানে গলা মেলালেন একশ শিশু।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির আলোয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’ শুরু হয়।

বিজ্ঞাপন

বাঙালির এই মহানায়কের জন্মক্ষণ রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে বাংলার আকাশ।  আকাশে উড়ে শত শত ফানুস। যেন কোনো শিল্পীর আঁকা নিখুঁত চিত্র।  

আতশবাজি শেষে দেশের সব টেলিভিশনে শুরু হয় একযোগে ধারণকৃত অনুষ্ঠানমালা। এ পর্ব শুরু হয় শিশুদের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর জন্মদিনে বাণী দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শতকণ্ঠে গেয়ে ওঠেন শিশুরা।   

আরও পড়ুন:  আতশবাজির আলোতে শুরু মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা

মহানায়কের জন্মক্ষণে বর্ণিল আকাশ

'বঙ্গবন্ধু জনদরদি ও আপসহীন ছিলেন'