বরিশালে পানিতে ডুবে শিশু, গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে আইমান তালুকদার (২) নামে এক শিশু ও গৌরনদীতে গাছের ডাল পড়ে সাহানুর বেগম (৪৮) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আইমান আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের লোকমান তালুকদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে খেলতে গিয়ে আইমান বাড়ির একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে আইমানকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইমানের মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত রেইনট্রি গাছের শুকনা ডাল পড়ে ঘটনাস্থলেই সাহানুরের মৃত্যু হয়।

নিহত সাহানুর ওই গ্রামের সিদ্দিক হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের মা।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।