সংবাদকর্মীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গণমাধ্যমকর্মীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে করোনাভাইরাস নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই পরামর্শ দেন।

বিজ্ঞাপন

সেব্রিনা ফ্লোরা বলেন, গণমাধ্যমকর্মীরা সাধারণ জনগণের মধ্যেই পড়েন। যেসব জায়গায় আমাদের রোগী আছে আপনারা সেসব জায়গায় বা তার আশে পাশে খুব কম যাওয়ার চেষ্টা করবেন। যদি করোনা সংক্রান্ত কোনো নিউজের কাজে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। হাসপাতালে বা এর আশেপাশে গেলে নিজেদের প্রটেকশন নিয়ে যাবেন।

তিনি আরো বলেন, যেসব জায়গায় করোনার সংক্রমণ রয়েছে সেখানে আপনারা যাবেন না। আপনারা এখন পর্যন্ত আমাদের অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং আরো দিবেন বলে আশা করি।

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের নিজেদেরকে আশঙ্কামুক্ত রাখার পরামর্শ দেন। এছাড়াও রিপোর্টের কাজে গেলে সংক্রমণ এড়াতে ন্যূনতম ১ মিটার দূরত্ব রাখার কথাও বলেন।