আলপনা এঁকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচি উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

সড়কে আলপনা আঁকছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ/ছবি: বার্তা২৪.কম

সড়কে আলপনা আঁকছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ/ছবি: বার্তা২৪.কম

সড়কে আলপনা এঁকে বরিশাল সিটিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে নগর ভবন সামনের সড়কে আলপনা আকেন তিনি।

বিজ্ঞাপন

এসময় বরিশাল চারুকলার শিল্পীরা ছাড়াও, সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি অংশ হিসেবে নগর ভবনের সামনে সড়কে আলপনা আঁকছেন বরিশাল চারুকলার শিল্পীরা

দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- নগর ভবনের সামনে সড়কে আলপনা আঁকা, সোমবার (১৬ মার্চ) রাত ১২টা ১ মিনিটে নগর ভবন চত্বরে আতশবাজি ফুটানো হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় এ্যানেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় নগর ভবন চত্বরে শেবাচিম বঙ্গবন্ধু ক্লাবের সহযোগিতায় রক্তদান কর্মসূচি, দুপুর ১২টায় নগর ভবন চত্বরে রিকশা চালকদের রিকশা বিতরণ। ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পরিচ্ছন্নতার ভ্যানবক্স হস্তান্তর।

বাদ জোহর বরিশাল সিটি করপোরেশন এলাকার সকল মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত। মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

এরপর সন্ধ্যা ৭টায় নগর ভবন চত্বরে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় নগর ভবন চত্বরে কেক কাটা ও আতশবাজি ফুটানো হবে।