কুড়িগ্রামের নতুন ডিসি রেজাউল করিম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুড়িগ্রামের নতুন ডিসি মোহাম্মদ রেজাউল করিম

কুড়িগ্রামের নতুন ডিসি মোহাম্মদ রেজাউল করিম

গভীর রাতে বাসায় গিয়ে সাংবাদিক আরিফুলকে আটক করে রাতেই আদালত বসিয়ে শাস্তির ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সুলতানাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়‌ে ন্যস্ত করে আদেশ জারি করেছেন।  

বিজ্ঞাপন

এদিকে সুলতানা পারভীনের স্থলে মোহাম্মদ রেজাউল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাত ১২টার পর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট আনসার সদস্যদের নিয়ে সাংবাদিক আরিফুলের বাড়িতে উপস্থিত হন। এক পর্যায়ে জোরপূর্বক দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে স্ত্রী সন্তানের সামনেই মারধর করে ধরে নিয়ে আসেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।