সৌদি থেকে বিমানের শেষ ফ্লাইট মঙ্গলবার

  করোনা ভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিমানের প্রায় সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এই ভাইরাসের কারণে সৌদি থেকে বিমানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। কিন্তু যারা সৌদিতে ওমরাহ ভিসায় বা অন্য যে সকল যাত্রী বিমানে ভ্রমণের জন্য বুকিং করেছেন তাদের জন্য একটি ‘ফেরি ফ্লাইট’ পরিচালনা করবে বিমান।

রোববার (১৫ মার্চ) সরকারের অতিরিক্ত সচিব ও বিমান বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, যারা সৌদি আরবে ওমরাহ ভিসায় বা অন্য যে সকল যাত্রী বাংলাদেশে আসতে চান তারা আগামী মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে সাতটায় জেদ্দা থেকে বিমানের একটি ফ্লাইট ছাড়বে তাতে আসতে পারবেন।

তিনি আরও বলেন, আপাতত বিমান সৌদি আরব থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করবে না। তাই জেদ্দা ও মদিনা থেকে দেশে আসা সম্মানিত যাত্রীগণকে উক্ত ফ্লাইটে আসার অনুরোধ করা হলো।