ওসমানী বিমানবন্দর পরিদর্শন করলো ডিএফটি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) একটি প্রতিনিধি দল।
সোমবার (৯ মার্চ) বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিএফটির প্রতিনিধি দল বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। সিলেট থেকে লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তারা নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন বলে জানা গেছে।
জানা গেছে, ভোরে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএফটি প্রতিনিধি দলটি পৌঁছায়। এজন্য আগে থেকেই কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় বিমানবন্দর এলাকায়। দর্শনার্থী প্রবেশে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কোনো ভিআইপি গেলে তার সঙ্গেও দর্শনার্থীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, ব্রিটিশ সংস্থার প্রতিনিধিরা মূলত বিমানবন্দরের নিরাপত্তাসহ সার্বিক বিষয়গুলো যথাযথ আছে কিনা তা দেখেছেন। ডিএফটির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পাবে।
তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) ফের তারা বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করবে।