দুর্বৃত্তের ছোঁড়া এসিডে দগ্ধ বউ-শাশুড়ি, আটক ১

  • উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তের ছোঁড়া এসিডে সেলিনা বেগম ও লিজা আক্তার নামে দুইজন নারী দগ্ধ হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত পৌনে নয়টায় উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ দুই নারী সম্পর্কে বউ-শাশুড়ি। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামের প্রয়াত আমীর উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম (৫৫) ও তার ছেলে এমদাদুল হকের স্ত্রী লিজা বেগম (১৮) রোববার রাতে বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। এসময় এক দুর্বৃত্ত রান্নাঘরে দৌড়ে এসে বউ-শাশুড়ি দুজনের শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এসিড নিক্ষেপের পর বউ-শাশুড়ি চিৎকার শুরু করায় আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে দুজনের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আঠারোবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, পুলিশ এসিড নিক্ষেপের ঘটনা তদন্ত করছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ খোকন মিয়া নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।