বিএনপির চরম দুর্দিন চলছে: ডা. জাহিদ
বিএনপির চরম দুর্দিন চলছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে জর্জরিত দেশ ও জাতি এখন ক্রান্তিকাল অতিবাহিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীন।
তিনি বলেন, স্বৈরাচারী শাসকের সীমাহীন জুলুম-নিপীড়নে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির আজ চরম দুর্দিন চলছে।
দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশব্যাপী বিএনপি পুনর্গঠনের কাজ চলছে। সিলেটেও দল পুনর্গঠন কাজ দ্রুত এগিয়ে চলছে- যোগ করেন ডা. জাহিদ।
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী প্রমুখ।