সিলেটে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটে হকারদের হামলায় গোয়াইনঘাট সরকারি কলেজের ছাত্র নজরুল ইসলাম মুন্না হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট পাওয়ার ব্র্যান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আবুল হুসেন, জেলা যুবলীগ নেতা এম সোহেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান সুমন, ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন, নিহত মুন্নার বড় ভাই সাইফুল ইসলাম মামুন।
মানববন্ধনে বক্তরা বলেন, সিলেট নগরের ফুটপাত দখল করে হকাররা দিন দিন ব্যবসা করছে। তাদের কারণে জনগণ ফুটপাত ব্যবহার করতে পারে না। অন্যায়ের প্রতিবাদ করায় হকাররা কলেজ ছাত্র নজরুল ইসলাম মুন্নাকে হত্যা করছে।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, হকারেরা সীমা লঙ্ঘন করেছে। এখনই হকারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার নগরের জিন্দাবাজারে ফুটপাতে হকারদের উপর্যুপরি ছুরিকাঘাতে প্রাণ হারান গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র নজরুল।
নজরুলের বাবা রফিকুল ইসলাম জানান, শুক্রবার কয়েকজন হকার মিলে এক বৃদ্ধ ব্যক্তিকে মারধর করছে দেখে নজরুল তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হকাররা নজরুলের ওপর হামলা চালায়। ওইদিন রাতেই ঢাকায় নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন নজরুল।
সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, কলেজ ছাত্র নজরুল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলার ৬ আসামির মধ্যে প্রধান দুলাল নামের একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।