দুই পিকআপের ধাক্কায় নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি মাছবোঝাই পিকআপকে আরেক পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, চালক রবিদাস (৩০) ও তার সহযোগী আজিম (২৫)। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ শহর থেকে ছেড়ে আসা মাছবোঝাই একটি পিকআপ ভালুকার মেহেরাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো আরেকটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এসময় আহত হন চালকের সহযোগীসহ তিনজন।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালকের সহযোগীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।