জাল দলিল করায় কাউন্সিলরের স্ত্রীসহ আটক ৫
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী সাবিরুল আলমের মা মনোয়ারা খানমের জমির জাল দলিল করার সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেনের স্ত্রী রেশমা পারভীন পুতুলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।
আটককৃত অন্যরা হলেন- শহরের বড় বয়রা পালপাড়ার খান আ. রশিদের ছেলে ওলিয়ার রহমান, খান নূর মোহাম্মদের ছেলে খান জাকির হোসেন, ফরহাদ হোসেন ও টুটপাড়ার আ. আজিজ সানার ছেলে আসাদুজ্জামান মুকুল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতি করে দলিল জাল করার সময় ৫ জনকে আটক করা হয়। তবে রেশমা পারভীনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।