উহান থেকে ২৩ বাংলাদেশি ভারতের দিল্লিতে

  করোনা ভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের উহান থেকে ২৮ বাংলাদেশিকে ভারতের দিল্লিতে নিয়ে আসা হয়েছে। ভারতের একটি বিশেষ ফ্লাইটে তাদের নাগরিকদের উহান থেকে ফেরত আনার সময় এই ২৮ বাংলাদেশিকেও নিয়ে আসে।

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) দিল্লিতে বিশেষ বিমানটি পৌঁছেছে।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণের আশংকায় ফেরত আসা অন্য ভারতীয়দের মতোই এই ২৮ বাংলাদেশিকেও আগামী কয়েকদিন পৃথকভাবে রেখে দেওয়া হবে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এসব তথ্য নিশ্চিত করেছে।

দিল্লি থেকে ৪০ কিলোমিটার দূরে একটি বিশেষ স্থানে তারা সবাই সেখানে ২ সপ্তাহ 'কোয়ারেন্টাইনে' থাকবে। এরপর তারা বাংলাদেশে ফিরে আসবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে গত ১ ফেব্রুয়ারি উহান থেকে ৩১২ জন শিক্ষার্থীকে বাংলাদেশে ফিরে আনা হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়। এরপর গত দুই মাসে প্রায় গোটা চীনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭৬২ জন মারা গেছেন। বিশ্বের আরও দুই ডজন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এরই মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে এই ভাইরাস ঘিরে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।