রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায় জার্মানি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ড. গার্ড মুলার এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন/ছবি: বার্তা২৪.কম

ড. গার্ড মুলার এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন/ছবি: বার্তা২৪.কম

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংসদের কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী ড. গার্ড মুলার।

বিজ্ঞাপন

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ সম্পর্কে  জার্মান মন্ত্রীকে অবহিত করেন ড. মোমেন।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য রাখাইনে অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে বাধ্য করতে পদক্ষেপ নিতে জার্মান মন্ত্রীর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

মুলার এই সংকটের টেকসই সমাধানের জন্য তার দেশের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করেন এবং মিয়ানমারের আন্তর্জাতিক আদালত আদালতের (আইসিজে) সাম্প্রতিক আদেশের সঙ্গে সম্পূর্ণ সম্মতি জানান। মন্ত্রী মুলার বুধবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।