বিমান পরিচালক মমিনুল চাকরিচ্যুত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকিউরমেন্ট) মমিনুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিমান তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, মমিনুল ইসলাম গত ৩ নভেম্বর ১৯৮৬ সালে জুনিয়র সিকিউরিটি অফিসার হিসেবে চাকরিতে জয়েন করেন। এরমধ্যে তার চাকরির মেয়াদকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তিনি অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

মমিনুল ইসলাম বিমানের জেনারেল ম্যানেজার (সিকিউরিটি) ও প্রশাসনিক পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

তার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষা, সিকিউটির চার্জের দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া মোহাম্মদ মমিনুল ইসলামের বিরুদ্ধে একটি ভিভিআইপি ফ্লাইটে আমের ঝুড়ি তুলে দেওয়ারও গুরুতর অভিযোগ রয়েছে।