চেক জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আবুল কালাম আজাদ টিটুল, ছবি: সংগৃহীত

আবুল কালাম আজাদ টিটুল, ছবি: সংগৃহীত

রংপুরে চেক জালিয়াতি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম আজাদ টিটুল নামে এক পলাতক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর মহানগরের ধাপ পুলিশ ফাঁড়ি মোড় এলাকা থেকে টিটুলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে নেওয়া হয়। সেখানে টিটুলের পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর করে তাকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

জানা গেছে, গ্রেফতারকৃত টিটুলের বিরুদ্ধে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে ২০১০ সালের চেক ডিজঅনার মামলায় তার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়। এছাড়া ২০০৭ সালে রংপুর জেলা যুগ্ম দায়রা জজ আদালত-তিন একই অভিযোগে তাকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন। আদালতের এ রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার টিটুল শহরে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।