মুজিব বর্ষে মুক্তিযোদ্ধাদের ফেরি-লঞ্চঘাটে প্রবেশ ফি মওকুফ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে বীর মুক্তিযোদ্ধার জন্য ফেরি-লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সকল ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ, সকল প্রকার লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।