সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে কথা বলবে পিবিআই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলা সিনেমার একসময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ

বাংলা সিনেমার একসময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ

দীর্ঘ ২৩ বছর পার হলেও বাংলা সিনেমার ‘স্টাইল আইকন’ খ্যাত একসময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি।

কয়েক দফা তদন্তে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তা অদ্যাবধি মেনে নিতে পারেনি তার পরিবার ও অগুনতি ভক্ত।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৬ সালের শেষের দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নতুন করে তদন্তভার দেওয়া হয়।

সেই তদন্তের সূত্র ধরেই সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সালমান শাহর হত্যার রহস্য নিয়ে কথা বলার জন্য প্রেস ব্রিফ্রিংয়ের আয়োজন করেছে পিবিআই। ব্রিফিংয়ে কথা বললেন পিবিআই'র প্রধান বনজ কুমার মজুমদার।

অবশ্য এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর পিবিআই আদালতে মামলার ‘তদন্ত অগ্রগতি’ প্রতিবেদন দাখিল করে। তবে সেই প্রতিবেদনেও ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কোনো তথ্য দেয়নি।

দীর্ঘদিন ধরে তদন্তাধীন এ মামলার অনেক সাক্ষী ও আলামত নষ্ট হয়ে গেছে। ফলে মৃত্যুরহস্য উদ্ঘাটনে খোদ তদন্ত সংস্থাই হিমশিম খাচ্ছে । এরই মধ্যে সংবাদ সম্মেলন ডেকেছে পিবিআই। সংস্থাটি বলছে নায়ক সালমান শাহ হত্যার রহস্য বিষয়ে কথা বলবেন তারা।