বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে: এলজিআরডি মন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে। পরিবেশের ক্ষতি না করে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা তথ্য আদান প্রদান বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় বেড়ে প্রায় ২ হাজার ডলার হয়েছে। আমরা জনগণের জন্য কাজ করছি এবং অর্থনীতিতে গতি এনেছি। আমরা পরিবেশের ক্ষতি না করে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করছি। সেজন্য জাইকার সঙ্গে এই আলোচনা।’

তিনি আরও বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হলে সবার আগে নিজেদের সচেতন হতে হবে। শুধু সরকার বা একটি রাজনৈতিক দল সবকিছু পরিবর্তন করতে পারে না। সেজন্য প্রত্যেককে নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে। তাহলেই আমরা দ্রুত বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারব।’

এজন্য মন্ত্রী বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘জাইকা ১২টি সিটি করপোরেশন ও ২টি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ২০১৮ থেকে ২০৩২ পর্যন্ত বাস্তবায়নের জন্য যে মাস্টারপ্ল্যান দিয়েছে সেটাকে সাধুবাদ জানাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জাইকা বাংলাদেশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা সংশ্লিষ্ট কর্মকর্তারা।